আবার কি দেখা যাবে আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচ?

কোপা আমেরিকা ২০২১ এ ব্রাজিল ও আর্জেন্টিনা দুটি দলই সেমিফাইনালে উঠেছে! গতকাল ব্রাজিল কোয়ার্টার ফাইনালে চিলির বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করে! সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ পেরু। অন্যদিকে আজ সকালে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে  ইকুয়েডর এর বিপক্ষে ৩-০ গোলে জয়লাভ করে! সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। সেমিফাইনালে ব্রাজিল যদি পেরুকে বিপক্ষে জয়লাভ করে তাহলে তারা ফাইনালে উঠবে! আর তার সাথে যদি আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে জয়লাভ করে তবে তারা ফাইনাল খেলবে ব্রাজিলের বিপক্ষে!তবে তা শুধু নির্ভর করবে খেলার উপর। যদি তাই ঘটে তাহলে ইতিহাসে আবারও একটি ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে, যা ব্রাজিল বনাম আর্জেন্টিনা! ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ মানেই চরম উত্তেজনাপূর্ণ ম্যাচ। ব্রাজিল আর আর্জেন্টিনা ম্যাচে এরকম উত্তেজনা হওয়ার কারণে এই ম্যাচকে অনেক সময় "দক্ষিণ আমেরিকার যুদ্ধ" বলা হয়।

চলুন দেখে নেওয়া যাক ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ এর পরিসংখ্যান!

ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ সর্বপ্রথম অনুষ্ঠিত হয় ২০ই সেপ্টম্বর ১৯১৪ সালে। সেই ম্যাচে আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে ৩-০ গোলে জয়লাভ করে! সর্বশেষ ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ হয় ১৫ নভেম্বর ২০১৯ এ সৌদি আরবে! সেই ম্যাচেও আর্জেন্টিনা ১-০ গোলে ব্রাজিলের বিপক্ষে জয়লাভ করে! তবে এই পর্যন্ত ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচে সবচেয়ে বেশি জয়লাভ করে ব্রাজিল! তারা আর্জেন্টিনার বিপক্ষে ৪৩ বার জয়লাভ করে। ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ এ সবচেয়ে বেশি গোল করে লিওনিডাস, তার গোল সংখ্যা ৮ টি। ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ এ সবচেয়ে বৃহত্তম জয় আর্জেন্টিনার! ৫ই মার্চ  ১৯৪০ সালে তারা ব্রাজিলের বিপক্ষে ৬-১ গোলে জয়লাভ করে! ব্রাজিল আর আর্জেন্টিনা ম্যাচ মানেই অন্যতম উত্তেজনাপূর্ণ ম্যাচ! সবাই আশাবাদী কোপা আমেরিকা ২০২১ এ ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ অনুষ্ঠিত হোক! শুভ কামনা রইল দুই দলের জন্য!
 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন