জিম্বাবুয়ে কে সাধারণ টিম ভাবছেন? তাহলে জেনে নিন

আমাদের সবারই  একটি ভুল ধারণা যে, বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে জিততে কোনো ব্যাপারই না। কিন্তু এই ধারণাটি ভুল!ক্রিকেট মানেই হচ্ছে গৌরবময় অনিশ্চয়তার খেলা। জিম্বাবুয়ে দলে ব্রেন্ডন টেইলরের, চিকেম্বুরা, চাকাবা, মুজারানির মতো তারকা আছে জিম্বাবুয়ে দলে। জিম্বাবুয়ের দলে পরিচর্চার অভাব রয়েছে, যদি সঠিকভাবে জিম্বাবুয়ে দলকে পরিচর্যা করা হয় তাহলে তারা একদিন শক্তিশালী দল হয়ে উঠবে। ভারত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলরা যেখানে পাহাড় সমান টাকা ক্রিকেটের মধ্যে খরচ করছে সেখানে জিম্বাবুয়ের মতো দল নিজেদের জুতা পর্যন্ত কিনতে পারছে না। প্রত্যেকটি দলই ভালো ভালো স্পন্সর আছে কিন্তু জিম্বাবুয়ে দলে নেই কোনো ভালো স্পন্সর।  প্রত্যেকটি দলের ক্রিকেটাররা যেখানে মোটা অঙ্কের বেতন পাচ্ছে সেখানে জিম্বাবুয়ে দলের ক্রিকেটাররা বেতন পাচ্ছে না দুই তিন মাস ধরে। জিম্বাবুয়ে ক্রিকেট বিশ্বে এক অবহেলিত দল। জিম্বাবুয়ের মতো ক্রিকেটের প্রদীপ এভাবেই  নিভে যাবে অবহেলার ফলে। মনে আছে গতবছর জিম্বাবুয়ে বাংলাদেশে এসে ২টি টেস্ট ম্যাচের মধ্যে ১ টি টেস্ট ম্যাচে জয় লাভ করেছিল? আচ্ছা গত বছরের কথা বাদই দিলাম। কিন্তু কিছুদিন আগে জিম্বাবুয়ে পাকিস্তানের মতো দলকে টি-২০ তে ৯৯ রানে অলআউট করেছিল এ কথা কি কারো মনে আছে? বর্তমান সময়ে নিশ্চিত ভাবে বলা যায়, পাকিস্তান টি-২০ তে বিশ্বের ১ নাম্বার টিম! কিন্তু এই দলকেই কিছুদিন আগে জিম্বাবুয়ে ৯৯ রানে অলআউট করে ম্যাচ জিতে নিয়েছিল! আমি বলছি না বাংলাদেশ বাজে টিম, কিন্তু এটাও সত্য যে বাংলাদেশ পাকিস্তানের চেয়েও পিছিয়ে। তাহলে আমরা কিভাবে বলতে পারি বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে অনায়াসে ম্যাচ জিতে যাবে? এই ধারণাটি সম্পূর্ণ ভুল! জিম্বাবুয়ে মোটেও সাধারণ টিম নয়। তাদের সামর্থ্য আছে বাংলাদেশকে হারানোর! তবুও বাংলাদেশ টিম টাইগারের জন্য পরিশেষে শুভকামনা!


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন