লকডাউনের দ্বিতীয় দিনে গ্রেফতার ৩২০ জন

লকডাউনের বিধি-নিষেধ না মানায় ঢাকা মহানগরীর পুলিশ ৩২০ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার লকডাউনের দ্বিতীয় দিন, বৃষ্টি হওয়ায় রাস্তায় মানুষের চলাচল ছিল কম। আর এজন্য রাস্তায় পুলিশের ছিল কঠোর শিথিল। অপ্রয়োজনে বাসা থেকে বের হওয়ার কারণে ৩২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাছাড়া ২০৮ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এই ঘটনায় পুলিশ জানায়, "কোনো কারণ ছাড়াই বাসা থেকে বের হওয়ার কারণে তাদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার লকডাউনের প্রথম দিন ছিল। ঐ দিন ৫৫০ জনকে গ্রেফতার করে পুলিশ, জরিমানা করেন অনেককে। লকডাউনের গ্রেফতার নিয়ে পুলিশ জানায়, " লকডাউনের বিধি- নিষেধ না মানলে আরো কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে "। গেল বৃহস্পতিবার সরকার করোনা ভাইরাসের বিস্তার রোধে লকডাউন দিয়েছে। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন