শেষ রক্ষা হলো না কলকাতার!!

  চেন্নাইয়ের বিপক্ষে জিততে পারলো না কলকাতা!



 আইপিএলে আর চেন্নাইয়ের  বিপক্ষে দুই উইকেটে হারে কলকাতা! টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা তেমন দুর্দান্ত হয়নি কলকাতার।  প্রথম ওভারেই গিলের রানআউটের ফলে চাপে পড়ে যায় কলকাতা।রায়ডুর অসাধারণ থ্রুতে দলীয় ১০ রানের মাথায় রান আউট হয় গিল। গত দুইম্যাচে উড়তে থাকা আয়ারও আউট হন ১৮ রানে! অধিনায়ক মর্গানিতে মন ভালো করতে পারেনি। দলীয় ৭০ রানের মাথায় 3 উইকেট হারায় কলকাতা। তবে এই ম্যাচে কিছুটা উজ্জ্বল ছিল রাহুল ত্রিপাতি।  তবে 45 রান করে জাদেজার বলে বোল্ড আউট হয়ে যান তিনিও। রাসেলও আউট হয়ে যান 20 রানে। তবে নিতিশ রানার মারমুখী ইনিংসে এগিয়ে যান কলকাতা।৩ চার ও ১ ছক্কার সাহায্যে করেন ৩৭* রান।সবশেষে কলকাতার সংগ্রহ দাড়ায় ১৭১/৬। ১৭২  রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল চেন্নাইয়ের।গাইকওয়াদের ৪০ রান ও ডু প্লেসির ৪৩ রানের সাহায্য ওপেনিং জুটিতে রান আসে ৭৪। তারপরও মহিন আলীও খেলেন ৩২ রানের এক দুর্দান্ত ইনিংস।  কিন্তু নিয়মিত উইকেট পড়ে যাওয়ায় চাপে পড়ে যায় চেন্নাই সুপার কিংস। তবে শেষে  রবীন্দ্র জাদেজার  8 বল এ 22 ইনিংসে জিতে যায় চেন্নাই সুপার কিংস। শেষের ওভারের সুনীল নারিন ভালো বল করেও কলকাতাকে জিতাতে পারেনি। এই জয়ের সুবাদে চেন্নাই সুপার কিংস আইপিএলে শীর্ষ ১ এ উঠে চলে এসেছে। তবে কলকাতা কোয়ালিফাই থেকে আরো অনেক দূরে সরে গেছে।কলকাতা ১০ ম্যাচে জিতেছে মাত্র ৪ ম্যাচ। কলকাতাকে কোয়ালিফাই যেতে হলে জিততে হবে চার  ম্যাচের মধ্যে চারটি। তবে অসম্ভব কিছুই নয়,  ভাল করে খেলতে পারলে অবশ্যই কলকাতা কোয়ালিফাই খেলার সুযোগ রয়েছে। আজকের ম্যাচে কলকাতা সাকিবকে দলে রাখেনি। সুনীল নারিন শাকিবের জায়গায় যে পারফরম্যান্স করছে, তাতে মনে হয় না যে সাকিব আগামীতে সুযোগ পাবে। তবুও বাংলাদেশি দর্শকদের  সাকিবকে দলে দেখার আশা রয়েই গিয়েছে। আশা করি সাকিবকে কলকাতা  আগামী ম্যাচগুলোতে ধরে রাখবে। শাকিব কলকাতার হয়ে আইপিএলে এই আসরে  তিনটি ম্যাচ খেলেছে কোনোটিতেই তেমন খারাপ করেনি। শুধু রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এর সাথে খারাপ বল করার কারণে দল থেকে বাদ পড়ে যায়। আশা করে শাকিব নতুন কোন রূপে ফিরে আসবে

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন