আইপিএলের প্লে-অফে ওঠার লড়াইয়ে টিকে রয়েছে যে চারটি দল

 


 গতকাল আইপিএলে বিকেলে দিল্লি  ক্যাপিটাল  বনাম মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাতে  রাজস্থান রয়েলস বনাম চেন্নাই সুপার কিংস এর ম্যাচের পর  প্লে অফে উঠার লড়াইটা আরো জমজমাট হয়ে উঠেছে। বিকেলে দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচের আগে মুম্বাই 11 ম্যাচে ৫ টি জিতে পয়েন্ট টেবিল অনেক ভালো একটি অবস্থানে ছিল। আর যদি গতকাল দিল্লির বিপক্ষে ম্যাচে জয়লাভ করতো তাহলে তারা  পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে আসতো। কিন্তু দুর্ভাগ্যবশত মুম্বাই কালকের ম্যাচে হেরে যায়, যার ফলে মুম্বাই কলকাতা পাঞ্জাবের প্লে-অফে  যাওয়ার আশা টিকিয়ে রাখে। বিকেলের ম্যাচের পর রাতে চেন্নাই বনাম রাজস্থানের ম্যাচে  জিতে যায় রাজস্থান। ফলে কলকাতা, পাঞ্জাব, মুম্বাই ও রাজস্থান সবাই ১২ ম্যাচে ৫ ম্যাচ জিতে প্লে অফে যাওয়ার লড়াইয়ে টিকে রয়েছে। রাজস্থান পয়েন্ট টেবিলে থাকা এক নাম্বার চেন্নাই এর সাথে ম্যাচটি জিতে যাওয়ায় রাজস্থানের ভালোই উন্নতি হয়েছে পয়েন্ট টেবিল! তবে টুর্ণামেন্টে সবচেয়ে অনুজ্জ্বল দল ছিল হায়দ্রাবাদ। মোটামুটি শব্দের প্লে-অফে যাওয়ার লড়াইয়ে টিকে থাকলেও হায়দ্রাবাদ নেই। তারা ১১ ম্যাচ খেলে জিতেছে মাত্র ২ টি ম্যাচ। তবে এর মধ্যে চেন্নাই ও দিল্লি প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। আইপিএলের শেষে ভালই জমে উঠেছে প্লে অফে উঠার লড়াই। কলকাতা মুম্বাই রাজস্থান পাঞ্জাবকে চারটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে প্লে অফে উঠার জন্য। এই চারটি দলের মধ্যে যে একটি দল দুটি ম্যাচ জিতবে তারাই প্লে-অফে যাবে। তবে আজকে বিকেলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম পাঞ্জাব কিংস এবং রাতে  সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স এর ম্যাচে  পাঞ্জাব ও কলকাতা কে জিততে হবে প্লে-অফে যাওয়ার আসার টিকিয়ে রাখতে হলে।তবে আমরা অবশ্যই চাইব কলকাতা না হয় রাজস্থান প্লে অফ হয়ে যাক। কারণ কলকাতাতে আছে আমাদের দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং রাজস্থানে আছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের রাজস্থান কিংবা সাকিবের কলকাতা যেকোনো একটি দল প্লে-অফে উঠলেই আইপিএলের আগামী ম্যাচগুলো বাংলাদেশের দর্শকরা আগ্রহে দেখবে। তবে শাকিব কলকাতার  টিমে থাকুক বা না থাকুক মুস্তাফিজ থাকবে রাজস্থানে এটা নিশ্চিত করে বলা যায়। কারণ মুস্তাফিজ শুরু থেকেই রাজস্থানের হয়ে দুর্দান্ত বোলিং করে নিজের জায়গাটা পোক্ত করে নিয়েছে। অন্যদিকে সাকিব আইপিএলে কলকাতার হয়ে প্রথম তিনটি ম্যাচ ছাড়া বাকি একটি ম্যাচ খেলতে পারেনি। সব মিলিয়ে আইপিএলে  আরো কয়েকটি উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে চলেছি আমরা।

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন