জীবনে সফল হতে হলে কি কি থাকা দরকার?

 

 জীবনে উন্নতি করতে কি কি দরকার? অনেকের মনেই এমন প্রশ্ন আছে! আর তাদের জন্যই আজ এই লেখাটি লিখলাম।জীবনে উন্নতি করতে বেশ কিছু বিষয় এর উপর ছোট থেকেই খেয়াল রাখতে হবে! আর সে বিষয়গুলো হলো----


১/ লক্ষ্য নির্ধারণ


জীবনেই উন্নতি করতে প্রথম যে বিষয়টির উপর খেয়াল রাখতে হবে, সেটি হলো "লক্ষ্য নির্ধারণ"। আমরা অনেকেই আছি যারা ঠিক মতো লেখাপড়া করলেও নিজের জীবনের লক্ষ্য নেই! ভবিষ্যতে তাদের ভালো লেখাপড়া কাজে আসে না। কারণ সে নির্ধারণ করতে পারে না সে ভবিষ্যতে কি করবে? অথচ যার লেখাপড়া তেমন ভালো না, কিন্তু তার জীবনের লক্ষ্য ছোট থেকেই নির্ধারণ করে এসেছে, ভবিষ্যতে সেই সফল হতে পারে! কারণ সে লেখাপড়া তেমন ভালো না পারলেও তার লক্ষ্য নিয়ে সে ছোট থেকেই কাজ করে এসেছে। এভাবে ধীরে ধীরে সে তার লক্ষ্য সম্পর্কে অনেক জ্ঞান লাভ করতে পারে এবং ভবিষ্যতে তার লক্ষ্যে সে সফলতা অর্জন করতে পারে। উদাহরণস্বরূপ, রফিক ক্লাস 5 থেকেই সে তার লক্ষ্য নির্ধারণ করেছে যে সে ভবিষ্যতে একজন ভালো ফ্রিল্যান্সার হবে! আর তখন থেকেই রফিকের লক্ষ্য নির্ধারণ হয়ে যায় এবং সে এই লক্ষ্যের প্রতি ছোট বেলা থেকেই কাজ করতে আগ্রহী হবে। দেখা যাবে একসময় সে ঠিকই একজন ভালো ফ্রিল্যান্সার হয়ে গেছে। এভাবেই ছোট থেকেই নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে যদি জীবনে উন্নতি করতে চাও।


২/ আত্মবিশ্বাস


জীবনে সফলতা অর্জন করতে যেসব থাকা লাগে তা হলো আত্মবিশ্বাস। নিজের প্রতি নিজের বিশ্বাস রাখাই হলো আত্মবিশ্বাস। জীবনে কোনো কাজে সফল হতে হলে আত্মবিশ্বাস বিশেষভাবে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, রফিক ফ্রিল্যান্সার হবে ভবিষ্যতে। এজন্য তার যদি আত্মবিশ্বাস থাকে যে সত্যিই সে একজন ফ্রিল্যান্সার হতে পারবে ভবিষ্যতে, তাহলে যত বাঁধাই আসুক না কেন জীবনে সে তার আত্মবিশ্বাস এর কারণে ভবিষ্যতে ফ্রিল্যান্সার হওয়ার জন্য কখনো পিছিয়ে যাবে না!


৩/ চরিত্রবান হওয়া


জীবনে সফল হতে হলে তোমাকে অবশ্যই চরিত্রবান হতে হবে। কারণ চরিত্রবান ব্যক্তিই পারে জীবনে সবার বিশ্বাস অর্জন করতে। উদাহরণস্বরূপ, তোমার কিছু টাকা প্রয়োজন তাই তুমি তোমার কোনো এক বন্ধুর কাছ থেকে টাকা ধার চাইলে! যদি তুমি চরিত্রবান হও তাহলে তোমার বন্ধু তোমাকে টাকা দিবে। কারণ তোমার  বন্ধুর বিশ্বাস থাকবে যে তুমি তার টাকা আবার ফেরত দিবে। এভাবেই জীবনে উন্নতি করতে অনেক সময় টাকা থাকে না, এজন্য টাকা প্রয়োজন হয়। তখন চরিত্রবান হলে সবার থেকেই সাহায্য পাওয়া সম্ভব।


উপরের বিষয়গুলো সঠিকভাবে অনুসরণ করলে আমার বিশ্বাস তুমিও একদিন সফল হতে পারবে!!

إرسال تعليق

أحدث أقدم